আপনি কি জানেন? আপনার ভবন / কারখানা কোন নদী নালা অথবা সরকারের খাস জমির উপর তৈরি কিনা??

আপনি কি জানেন? আপনার ভবন / কারখানা কোন নদী নালা অথবা সরকারের খাস জমির উপর তৈরি কিনা?? এই তথ্য জানতে আপনার প্রয়োজন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। যা আমরা করে থাকি।

#পরিবেশ_ছাড়পত্র_কেন_প্রয়োজন?
ধরুন আপনি একটি বাড়ি করবেন। এখন বাড়িটি আপনি যেখানে করবেন সে জায়গাটি সম্পর্কে আপনার যেমন জানার আছে তেমনি রাষ্ট্রেরও এ বিষয়ে কিছু বলবার আছে। রাষ্ট্রের অনেক কথার মধ্যে একটি বড় কথা হল যে জমিতে আপনি বাড়ি করতে চাইছেন সে জমিটি কি খাস, সে জমিটি কি বনের জমি, সে জমিটি কি রাষ্ট্রের রাস্তা করার জমি অথবা রাষ্ট্র কি এ জমি কোন কারণে কিনে রেখেছে?
আপনি জানেন না কিন্তু বাড়ি করলেন- এক্ষেত্রে কোন সমস্যায় পড়লে রাষ্ট্র আর আপনার মধ্যে কার অবস্থান কী হবে? শুধু তাই নয়-বনের জমি, নদীর জমি, জলাশয়, রাষ্ট্রের সরাসরি কোন জমিতে যদি আপনি শুধু বাড়িই করেন তবুও কিন্তু তা অপরাধ এবং এ কারণে পরিবেশ দূষণ হয়।

একটু দেখে নিন কি কি দূষণ আপনি প্রতিদিন ঘটাচ্ছেন। বাড়িতে যদি শুধু বাতিও জ্বালান তবে আপনি গ্রীন হাউস গ্যাস নিঃস্বরণে ভূমিকা রাখছেন, পৃথিবীর তাপমাত্রা বাড়াচ্ছেন। যদি আপনি চুলা জ্বালান তাহলে কার্বন বাড়াচ্ছেন। আপনি যদি ফ্রিজ ও এসি চালান তবে সিএফসি বাড়ছে। আর আপনি যদি এসবের কিছুই ব্যবহার না করেন তবুও বাড়ির খাবারের ময়লা ও অন্যান্য ময়লা দিয়ে দূষণ সৃষ্টি করছেন। এর সঙ্গে আপনার মলমূত্র তো মাটিতে মিশে যাচ্ছেই, খরচ করছেন পানিও।

একটি ফ্যাক্টরি করা হবে। প্রথমে ফ্যাক্টরিতে কি উৎপাদন হবে সেটা ঠিক করতে হবে। তারপর সে ফ্যাক্টরিতে কি পরিমাণ পানি ব্যবহার করবে, গ্যাস ব্যবহার করবে, বিদ্যুৎ ব্যবহার করবে এ বিষয়গুলোর একটি পরিমাণ উল্লেখ করে তালিকা করতে হবে। পুরো ফ্যাক্টরিটি স্থাপন করার ফলে ওই অঞ্চলে পরিবেশের কি ধরনের পরিবর্তন হতে পারে তা এনালাইসিস করতে হবে। ধরুন ফ্যাক্টরিটি হলে ৩০টি গাছ কাটা লাগতে পারে। আবার যারা কোন শিল্পকারখানা করবে তাদের অভ্যন্তরে ২৫ শতাংশ উদ্ভিদ থাকতে হয়।

সব কিছু সঠিকভাবে হচ্ছে কিনা সে বিষয়য়টি যাচাইয়ের জন্য ইআইএ (এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট এসেসমেন্ট) করে যদি দেখা যায় এখানে কোন শিল্পকারখানা করলে যারা বসবাস করছে তারা, প্রকৃতি অথবা রাষ্ট্রীয় সম্প
দ এর তেমন ক্ষতি হবে না তবেই শুধু পরিবেশ ছাড়পত্র অনুমোদন দেয়া হয়!

পরিবেশ ছাড়পত্র পেতে চলে আসুন এই ঠিকানায়:
সাফা ইঞ্জিনিয়ার্স এন্ড কনসালটেন্টস লিমিটেড
সাহেরা ট্রপিক্যাল সেন্টার, স্যুট#১২০৩, লিফট এর ১১ তলা, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা।
যোগাযোগ: ০১৭১৬-১২৫৪৩৫